মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে লকডাউন অমান্য এবং মাস্ক না পড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা ও ৬ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১এপ্রিল) নান্দাইল পৌর সদরে
সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় লকডাউন অমান্য এবং মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা ও ৬ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক বলেন,করোনা মহামারী কোভিট-১৯ প্রতিরোধে লকডাউন ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে এবং জনসাধারণকে সচেতন করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।