সাইফুল ইসলাম,
শরীয়তপুর প্রতিনিধি:
মঙ্গলবার (২০এপ্রিল) বিকালে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল, মোল্লাবাজার এলাকায় অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ সম্পর্কে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল জানান,প্রিয় নেতা মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ধাপে হটাৎ করোনা ভাইরাস বৃদ্ধি পেয়েছে। যে কারণে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনায় লকডাউনের ফলে খেটে খাওয়া দিন মজুর অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন ও খেটে খাওয়া মানুষের কিছুটা কষ্ট লাঘবে ‘ভালোবাসার আহার’ নিয়ে আমরা সখিপুর থানা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুসার ইমরান জানান কেন্দ্রীয় কর্মসূচি আওতায় পবিত্র মাহে রমজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, সখিপুর থানা শাখার কর্মসূচি অব্যাহত থাকবে। করোনায় বাংলাদেশ ছাত্রলীগ, থানা শাখার সকল নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানানো হলো এবং অতীতের ন্যায় দুর্যোগ দুর্বিপাকে থানা ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরকুমারীয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম তম্ময়। চরকুমারীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মতিউর রহমান , সাধারণ সম্পাদক ইমরান সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।