পবিত্র রমজানে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবারও ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতি বছর নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোজাদার সর্বসাধারণের জন্য উম্মুক্ত ইফতার কার্যক্রম চলতো। কিন্তু করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞার কারণে গত বছর থেকে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এর পরিবর্তে গত বছরের মতো এবছরও প্রথম রোমজান থেকে ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুস্থ, অস্বচ্ছল ও গরীব রোজাদারদের হাতে ইফতার তুলে দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলছে প্যাকেটজাত ইফতার বিতরণ কার্যক্রম।
এই কার্যক্রম পুরো রমজান মাস চালু থাকবে বলে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহিন জানান।