মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে দুস্থ ও অসহায় নারীদের জন্যে বরাদ্দকৃত ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ড পেয়েছেন মোসা.সামছুনাহার (৩৫) নামে এক নারী। তার বাড়ি উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামে।
প্রায়২০বছর ধরে সৌদিপ্রবাসী সামছুনাহারের স্বামী এমদাদুল হক। তাদের আছে জমি-জমা সহ আধাপাকা ঘর, শানবাঁধানো পুকুর ঘাট। তারপরও তিনি দরিদ্র!
সামছুনাহার ভিজিডির কার্ড প্রাপ্তির বিষযটি স্বীকার করে জানান, কার্ডটি তার নামে হলেও সুবিধা তিনি নেন না। সুবিধা অন্যজনকে দিয়ে দেন।
জানতে চাইলে নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান জানান, বিষয়টি তালিকা হওয়ার পর তিনি জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।