ডেস্ক নিউজ: টিকার নেওয়ার তিন সপ্তাহের পর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল।
শুক্রবার রাতে টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।
৯ মার্চ নিজের একটি ছবি পোস্ট করেছিলেন লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ ও খ্যাতনামা অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমায় দেখা গিয়েছিল, টিকা নিতে গিয়েছেন অভিনেতা। পাশে দাঁড়িয়ে এক স্বাস্থ্যকর্মী। ‘ভি’ সাইন দেখিয়ে বসে রয়েছেন পরেশ। ক্যাপশনে লিখেছিলেন, ‘ভি ফর ভ্যাক্সিন।’ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই।
শুক্রবার রাতে টুইট করে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত কভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি, করোনার পরীক্ষা করিয়ে নিন’।