ডেস্ক নিউজ: চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের তৃতীয় ধাপে আরো একটি ইটভাটায় অভিযান চালিয়ে আরও এক অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন।
বুধবার( ১০ মার্চ) দুপুরে রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাকর্দা এলাকায় জাহেদুল ইসলামের মালিকানাধীন এ আলী ব্রিকসে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় হালদা পাড়ে গড়ে উঠা এই অবৈধ ইটভাটার চিমনি ও পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা কাঁচা ইট বুলডোজার দ্বারা ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শেখ মোজাহিদ উপস্থিত ছিলেন।
অভিযানে র্যাব-৭, রাউজানা থানা পুলিশ, ফায়ার স্টেশন, আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।