ডেস্ক নিউজ : ফের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান সিকদার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকা প্রতীকে শাহজাহান সিকদার ১৪ হাজার ৮০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ ধানের শীষে পেয়েছেন ২৮৯ ভোট।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের মো. শাহজাহান সিকদার মেয়র নির্বাচিত হয়েছিলেন।