ডেস্ক নিউজ: ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর (বিজিবি) সদর দফতর পিলখানায় বিপথগামী সৈনিকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়। ওই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিপথগামী কিছু বিডিআর সদস্য ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে।
বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি আসামির মামলা হচ্ছে পিলখানা হত্যা মামলা।
২০১৩ সালে বিচার শেষে রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন ও ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় ২৭১ জনকে। আসামিদের মধ্যে বিডিআর সদস্য রয়েছেন ৭৮২ জন। বেসামরিক ব্যক্তি ২৩ জন। পলাতক ২০ জন। বিচার চলাকালে মারা গেছেন চার জন। জামিনে ছিলেন ১৩ জন।
আসামী ও সরকার পক্ষ থেকে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর ১৯৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে ৪৯ জনকে।
এ ঘটনার পর বিডিআর এর নাম,পোশাক ও বিভিন্ন নিয়মকানুনে পরিবর্তন আসে।