তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান চলতি মাসে কাতার ও সৌদি আরব সফর করবেন।এই দু‘দেশের মধ্যে চলমান গভীর কূটনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার এই সফরের ঘোষণা দেয়া হয়।
কাতার সংকটের মুখ্য মধ্যস্থতাকারী এরদোগান তার ২৩-২৪ জুলাইয়ের সফরের সময় কুয়েতেও সফর করবেন।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম চলমান সংকটকে অর্থহীন উল্লেখ করে বলেন, আঙ্কারা এই সমস্যা সমাধানে গঠনমূলক ও সক্রিয় ভূমিকা পালন করবে। আর এরদোগানের সফর এই প্রচেষ্টারই একটি অংশ।
সূত্র: এএফপি
এরদোগান চলতি মাসে কাতার ও সৌদি আরব সফর করবেন।
Date:
Share post: