নগরীর মুসলিম হলে চিটিজি ব্লাড ব্যাংকের বিশ্ব রক্ত দাতা দিবস উদযাপন।

Date:

Share post:

received_1703450609905441্রাম রশেনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন তাদের সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করার ্ষ্যে এ দিবসের উদ্দেশ্য। তিনি বলেন, মানবিক মূল্যবোধ থেকে রক্তদান করলে একজন মুমূর্ষরো বেঁচে উঠতে পারে।
তিনি আরো বলেন, জীবনদায়ী রক্তের কোনও বিকল্প নেই। কারণ রেটরিতে রক্ত উৎপাদন করা যায় না। শুধুমাত্র সদিচ্ছাতেই রক্তদান সম্ভব। রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত করতে ১৮ উর্দ্ধ সকলকে এগিয়ে এসে এ মহৎ কাজে সামিল হওয়ার আহবান জানান তিনি। মানুষের কল্যানে মানবতাবাদী সংগ্রঠনগুলো অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের মানবতাবাদী সংগঠনগুলোর মহতী উদ্যোগের কারনে সমাজ এগিয়ে যাচ্ছে। একটি সমাজের উন্নত সংস্কৃতি তৈরির জন্য সকল মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি চট্টগ্রামের একমাত্র অনলাইন ভিত্তিক সেচ্চাসেবী সংগঠন চিটিজি ব্লাড ব্যাংকের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, চিটিজি ব্লাড ব্যাংকের উদ্যোগের কারনে প্রতিনিয়ত নানান ধরনের রোগীরা সেবা পেয়ে আসছেন। এছাড়া মানুষকে সচেতন করতে তারা বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনা করছেন যা প্রকৃতপক্ষে প্রশংসনীয়। তিনি যারা এ সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজের কল্যানে কাজ করে যাচ্ছেন তাদেরকে সহযোগীতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম হলে অনুষ্ঠিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের অনলাইন ভিত্তিক সেচ্চাসেবী সংগঠন ‘চিটাগাং ব্লাড ব্যাংকের’ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। চিটিজি ব্লাড ব্যাংকের এডমিন মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, মানবধিকারকর্মী অধ্যাপক নুরুল আনোয়ার, চট্টগ্রাম িদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, চবি’র সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহিম, ডা.রাজীব, সমাজসেবক মুজিবুর রহমান, অষ্ট্রেলিয়ানভিত্তিক এনজিও সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ফজলুল করিম, আরটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরওয়ার আমিন বাবু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন নিশি আক্তার, ইমাম সেন, ইমরান ইমু, সূর্য দাস, মোর্শেদুল আলম, ফরহাদ মোহাম্মদ কাউছার, রাজু দেব, আলতাফ হোসেন জাহেদ, কে এইস ইফসুফ, মোঃ সোহেল রানা, শোয়াবুল হক প্রমুখ।
এছাড়া রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও অনুষ্ঠান শুরুতে একটি জনসচেতনতামূলক র্যালি কেন্দ্রীয়
মিনার থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রিন শেষে মুসলিম হলে এসে শেষ হয়। একইসাথে ১৮ উর্দ্ধ সুস্থ ও সবল ব্যক্তিদের রক্তদানে উদ্বুদ্ধ করতে প্রচারপত্র বিলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান আসামি চিন্ময়

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে...

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...