নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এতে আবদুল মাবুদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় দুজনকে আটক করা হয়েছে।
এছাড়া গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি। নিহত আবদুল মাবুদ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মান্নানের বড় ভাই বলে জানা গেছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ গোবিন্দখীল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি (তদন্ত) মো. মিনহাজ।