ডেস্ক নিউজ : নগরীর খুলশী থানার সিডিএ পূনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ১৫০ গ্রাম ওজনের দুইটি কষ্টি পাথরের নির্মিত পুরাকীর্তির প্লেট উদ্ধার করেছে র্যাব। এসময় একজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭ ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) র্যাব-৭ এর মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ফয়েজ আলী (৩১) খুলশী থানার বেবী সুপার মার্কেটের পাশের সিডিএ পূনর্বাসন এলাকার ওয়াজেদ আলীর বাড়ীর আইয়ুব আলীর ছেলে।
সিডিএ পূনর্বাসন এলাকার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং দোকানের ভেতর থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ফয়েজকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা হয়েছে।