ডেস্ক নিউজ: ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে দাঁতমারা শান্তিরহাট বাজারের কালিকুম্ভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম আবদুল কাদের (৮৫)। তিনি স্থানীয় বড় বেতুয়া এলাকার বাসিন্দা।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলে ধাক্কা লেগে আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেন নি। করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।