ডেস্ক নিউজ:চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব-৭।
সোমবার (১১ জানুয়ারী) কদমরসুল এলাকার একটি রেস্ট্ররেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. হারিছ উদ্দিন ওরফে বাবু (২৫) ও শাহরুখ খান ওরফে নিশাত (২০)। তাদের উভয়ের বাড়ী ফেনী জেলার সদর থানা এলাকায়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যা ব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের বহন করা পিকআপের সিটের নিচ থেকে ৭২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।