ডেস্ক নিউজ: আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের ১ মাস সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। রবিবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২১ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হবে। এর আগে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে নবায়নের বাধ্যবাধকতা থাকলেও এবছর করোনার কারণে এক মাসের সময় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যারা স্মার্ট লাইসেন্স কার্ডধারী তাদেরও আবেদন করতে হবে।
পূর্ব নিধারিত ফি অনুযায়ী পিস্তল ও রিভলবারের জন্য দুই হাজার, একনলা/দোনলা/ শটগান/ রাইফেল ৮’শ এবং অন্য অস্ত্রের জন্য ৪০০ টাকা করে নবায়ন ফি গুনতে হবে।