ইয়াবার টাকায় অস্ত্র কিনে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত করতে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের আড়ালে নাসির উদ্দিন (৪২) নামের এক ইয়াবা কারবারীর সন্ধান পেয়েছে পুলিশ। আজ রোববার (৩ জানুয়ারি) নাসির উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের এস এম সোলাইমানের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করে রোহিঙ্গা ক্যাম্পের জন্য অস্ত্র কিনে নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের হয় মামলা। সেই মামলার তদন্ত করতে গিয়ে নাসির উদ্দিন নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সন্ধান পাই আমরা।অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি অর্গানিক হেলথ কেয়ার নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছেন বলে জানিয়েছে। এর আগে ইয়াবা চক্রের সঙ্গে জড়িত মোট নয়জনকে আমরা গ্রেপ্তার করেছিলাম। সেখানে একজনের দেয়া জবানবন্দিতে নাসিরের বিষয়ে তথ্য পাই। নাসির উদ্দিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের আড়ালে এতদিন ধরে কৌশলে ইয়াবার ব্যবসা করে আসছেন।