ডেস্ক নিউজ: চট্টগ্রামের অভিজাত শপিং মল মিমি সুপার মার্কেটে যাত্রা শুরু করেছে ব্রাউন’স মেনস্ উইয়ার ব্র্যান্ড শপ।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকাল ৪ টায় মিমি সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে উদ্বোধন করা হয়।
এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাকির হোসেন ফারুক চৌধুরী,প্রদীপ দাশ,হায়দার আলী রণি,এম এ মালেক,রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আবদুল হান্নান আকবরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্রাউন’স মেনস্ উইয়ার ব্র্যান্ড শপে আন্তর্জাতিক ব্রান্ডের পুরুষদের পোষাক পাওয়া যাবে।