ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে হ্নীলা উলুচামারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম-আব্দুর শুক্কুর ওরফে শিয়াইল্যা (৩৫)। তিনি টেকনাফের রঙ্গিখালী গ্রামের গুরা মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্কুরকে আটক করা হয়। এসময় তার সাথে শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।