ডেস্ক নিউজ: জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের মারা গেছেন। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদা ইসলাম জেমি জানান, প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ ডিসেম্বর চেন্নাইতে নেয়া হয়। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।