ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭৮ জনের, এসময় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন শনাক্তদের মধ্যে ১৬১ জন নগরীর ও ১৭ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৯ হাজার ২৪১ জন, এর মধ্যে ২২ হাজার ৫২৩ জন নগরীর ও ৬ হাজার ৭১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৯ জন, এর মধ্যে ২৫২ জন নগরীর ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসু ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।