যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ ঘোষণা করল নেদারল্যান্ড

Date:

Share post:

ডেস্ক নিউজ: নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান পাওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। নেদারল্যান্ডসেও একই ধরণের নতুন এই কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় তারাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। রবিবার এক বার্তায় ডাচ সরকার জানিয়েছে, আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মন্ত্রীপরিষদ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাজ্য থেকে নেদারল্যান্ডসে আসা ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া অন্য পরিবহনগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসের এক অতি সংক্রামক মিউট্যান্ট বা জাত ছড়িয়ে পড়ছে। এটা সাধারণ কভিডের তুলনায় আরো সহজে ও দ্রুত ছড়ায়। এবং এটা শনাক্ত করাও কঠিন। মন্ত্রণালয় আরো জানায়, যুক্তরাজ্যের নতুন ধরনের এই ভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীদের চলাচল যথাসম্ভব সীমিত ও নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে ডাচ পাবলিক হেলথ বডি (আরআইভিএম)। আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে মিলিতভাবে ডাচ সরকার যুক্তরাজ্যের নতুন এই ভাইরাসের ঝুঁকি কীভাবে কমানো যায় তা খতিয়ে দেখবে।

শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ও বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাজ্যে নতুন ধরনের এক করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে যা স্বাভাবিকের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। তবে ভাইরাসের নতুন এই ধরনটি বেশি প্রাণঘাতী না বলে ধারণা করা হচ্ছে। এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতাও অটুট থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। নতুন এ করোনাভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে আরো জানার পর তারা জনগণকে অবহিত করবেন।

নেদারল্যান্ডসে বর্তমানে পাঁচ সপ্তাহব্যাপী লকডাউন চলছে। মধ্য জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এ লকডাউন। এ সময় চলাকালীন স্কুলসহ সকল অপ্রয়োজনীয় দোকান বন্ধ থাকবে।
সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...