ডেস্ক নিউজ: যেখানে বড়সড় কেক কেটে নিজের জন্মদিন পালনের কথা। সেখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করে জন্মদিন পালন করলেন রামু উপজেলা ছাত্রলীগ কর্মী জিৎময় বড়ুয়া।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রামু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন, রামু সরকারি কলেজ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা-কর্মীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন তিনি।
এসময় রামু উপজেলার সাবেক ছাত্রনেতা কায়সার মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। জন্মদিন উপলক্ষ্যে রামু উপজেলা ছাত্রলীগের কর্মী জিৎময়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
বিতরণ অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, কায়সার মাহমুদ, সোহরাব কামাল জাবেদ, রামু উপজেলা ছাত্রলীগের তসলিম উদ্দিন সোহেল, অর্ক বড়ুয়াশ আরও অনেকে উপস্থিত ছিলেন।