ডেস্ক নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের প্রথম কাব্যগ্রন্থ ‘হলদে বিহরণ’র মোড়ক উন্মোচিত হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
আব্দুল্লাহ আল মামুন ২০০০ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্মগ্রহন করেন। সম্ভাবনাময় এই তরুন লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গ্রন্থটিতে বঞ্চিত মানুষের হাহাকার, সমাজের ছলচাতুরী ও অমানবিক বৈষম্য, দেশপ্রেম, প্রতিবাদ, সাম্যবাদ ইত্যাদি সর্ম্পকে বিস্তৃত ধারনা পাওয়া যাবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদীন পাঠান, মোজ্জামেল হক লিমন, কনক সাহা জয়, শহিদুল ইসলাম সোহেল, শহিদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।