ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মারা যান তিনি।
আব্দুল হাই জিয়া করোনায় আক্রান্ত হয়ে দুদিন আগে এস্টোরিয়াস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান।
গত এক সপ্তাহে এ নিয়ে নিউইয়র্কে ৩ বাংলাদেশীর মৃত্যু হলো করোনায়। গুরুতরভাবে আক্রান্ত সহস্রাধিক বাংলাদেশি নিউইয়র্কের বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এর অধিকাংশই বিভিন্ন সংগঠনের নেতা বলে জানা গেছে। করোনার তাণ্ডব সত্বেও অনেকে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে কমিউনিটি লিডাররা জানান।
বিশিষ্ট ব্যবসায়ী এবং গতবছর ফোবানার ‘আইকন’ হিসেবে পুরষ্কৃত আব্দুল হাই জিয়া।