ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯০৬ জন হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ২০২ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ৫৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১ হাজার ১৯৪ জন হয়েছে।