ডেস্ক নিউজ: ১৫ হাজার রূপির জামিন বন্ড জমার দেয়ার পর অবশেষে বাসায় ফিরলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া।
সোমবার (২৩ নভেম্বর) আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করলে বাসায় ফেরেন তারা।
উল্লেখ্য, শনিবার(২১ নভেম্বর) ভারতী সিংয়ের আন্ধেরির বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ তল্লাশির সময় কমেডি কুইনের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার হয়৷ তারপরই দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে নিয়ে যাওয়া হয়৷ তিন ঘণ্টা জেরা চলে৷
পরে স্বামী-স্ত্রী দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেন৷ তদন্তে জানা যায়, তারকা দম্পতি শুধু মাদক সেবন করতেন৷ তাঁরা পাচারের সঙ্গে যুক্ত নয়৷ তবে বাড়ি থেকে যেহেতু মাদক পাওয়া গিয়েছে তাই গ্রেফতার হন দু’জন৷ রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন৷ তবে সোমবারই স্বস্তি পান ভারতী ও হর্ষ৷ শর্তসাপেক্ষে তাঁদের জামিন দেয় আদালত৷