পরিদর্শক ও কনস্টেবল পদ মর্যাদার এক হাজার ৩৪০ জন পুলিশ সদস্য কক্সবাজার জেলা পুলিশে যোগ দেবেন

Date:

Share post:

কক্সাজার জেলা পুলিশকে পুরোপুরি ঢেলে সাজানোর উদ্োগ নিয়েছে পুলিশ দপ্তর। এর ধারাবাহিকতায় শুক্রবার পুলিশ পরিদর্শক ও কনস্টেবল পদ মর্যাদার এক হাজার ৩৪০ জন পুলিশ সদস্য কক্সবাজার জেলা পুলিশে যোগ দেবেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘১৫টি গাড়িতে তাদের রেঞ্জ অফিস থেকে কক্সবাজারে পাঠানো হয়েছে। তারা সবাই ফ্রেশার।’

গত এক সপ্তাহে তিন দফায় পুলিশ সুপার থেকে শুরু করে পরিদর্শক পদমর্যাদার মোট ৪২ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে বদলি করা হয়। এবার আট জন প্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৩৭ জন পরিদর্শককে কক্সবাজার জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাঈনুর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বুধবারে আট জন পরিদর্শককে জেলার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

তারা হলেন— শেখ মুনির উল গিয়াস, মো. হাফিজুর রহমান, আহম্মেদ সনজুর মোরশেদ, মোহাম্মদ আবল হাই, শাকের মুহামমদ জোবায়ের, কে এম আরুজ্জামান, মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার ও মোহাম্মদ জালাল উদ্দীন। একই আদেশে ২৯ জন পরিদর্শককে কক্সবাজার জেলায় পদায়ন করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক তাদের কর্মস্থল নির্ধারণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ পর্যন্ত তিন দফায় একজন পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, একজন েষ্ঠ সহকারী পুলিশ সুপার, তিন জন সহকারী পুলিশ সুপার ও ৩৪ জন পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে।

গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনা তদন্তে যুগ্ম সচিব ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র ্রণালয়।

সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জমা দেওয়া কমিটির প্রতিবেদনে কক্সবাজার জেলা পুলিশকে নতুনভাবে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের কাছে একটি এলাকার এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ৩০...

আওয়ামী লীগ সমর্থকরা ‘জুলাই গ্যাং কালচার’ বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকরা একটি পুরোনো ভারতীয় ভিডিও ভাইরাল করে ‘জুলাই গ্যাং কালচার’...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি ‘মৃত্যুদণ্ড’

ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট।...

‘আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তলকাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি...