চুরি হওয়া চার মাস বয়সী শিশুকে উদ্ধার করলো সিএমপির চকবাজার থানা পুলিশ

Date:

Share post:

নগরীর চকবাজারের ঘাসিয়া পাড়া এলাকার বাসা থেকে শিশু চুরির কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার মাস বয়সী শিশুটিসহ এক নিঃসন্তান নারীকে গ্রেফতার করেে পুলিশ।
গ্রেপ্তারকৃত এই নারীর নাম ফরিদা আক্তার নিহা (২২)।
তার বাসা চট্টগ্রাম নগরীর চকবাজার ঘাসিয়া পাড়া এলাকায়।
ওই এলাকার একটি বাসা থেকে ববার সকালে চুরি যাওয়া শিশুটিকে রাতে দ্ধার এবং নিহাকে গ্রেপ্তার করা হয় বলে ছেন চকবাজার থানার ওসি রুহুল আমিন।
তিনি  বলেন, ঘাসিয়া পাড়া াকুব কলো বাসিন্দা আনোয়ার হোসেন ও কামরুন নাহার পুতুল দম্পতির চার মাস বয়সী শিশুটিকে চুরি করে ে যায় নিহা। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে চান্দঁও থানার খালাসী পুকুর পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় নিহাকে।
ঘাসিয়া পাড়ায় আনোয়ার ও পুতুল দম্পতির পাশের বাসায় থাকতেন নিহা ও তার স্বামী। এ বছরের শুরুতে তারা একই এলাকার অন্য বাসায় চলে যায়। তবে পাশাপাশি থাকার সুবাদে দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল।
শিশুটির মা পুতুলের করা মামলায় বলা হয়, সকালে তাদের বাসায় েন নিহা। এসে শিশুটিকে কোলে ন। তিনি তখন নাস্তা তৈরি করতে রান্না ঘরে গেলে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যান নিহা।
মামলায় বলা হয়, মাহিকে চুরি করে নিহা তার ছোট ভাই শাহীনকে দিয়ে দেয়। শাহীন তাকে চান্দগাঁও খালাসী পুকুর পাড়ে একটি বাসায় নিয়ে যান। সেখানে তাদের খোঁজ করতে গেলে সেখান থেকেও সটকে পড়ে তারা।পরে গভীর রাতে পুলিশ মাহিকে উদ্ধারের পাশাপাশি নিহাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, “নিহা ছিলেন নিঃসন্তান। এটি নিয়ে তার মধ্যে হিংসা কাজ করত।”এই ঘটনায় নিহার পাশাপাশি তার ছোট ভাই শাহীনকেও আসামি করে মামলা করা হয়েছে। তবে শাহীন পলাতক বলে জানান ওসি রুহুল আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের কাছে একটি এলাকার এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ৩০...

আওয়ামী লীগ সমর্থকরা ‘জুলাই গ্যাং কালচার’ বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকরা একটি পুরোনো ভারতীয় ভিডিও ভাইরাল করে ‘জুলাই গ্যাং কালচার’...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি ‘মৃত্যুদণ্ড’

ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট।...

‘আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তলকাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি...