মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ”অনলাইন জুয়া”র প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

Date:

Share post:

বন্দর নগরী চট্টগ্রামের সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুলশী থানাধীন পশ্চিম খুলশীস্থ জালালাবাদ হাইজিং সোসাইটি এলাকা হইতে ”অনলাইন জুয়া”র প্রতারক চক্রের বাংলাদেশের মূলহুতাসহ ০৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব শ্যামল কুমার নাথ এর সার্বিক তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও মোঃ হাসান ইমাম এর সমন্বয়ে বিশেষ টিম ৩ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৭/২০২০খ্রিঃ তারিখ হইতে ২২/০৭/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা ”অনলাইন জুয়া” র মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎকারী চক্রের ০৫ (পাচঁ) জন সক্রিয় সদস্য মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মোঃ মনির আহমদ (৪০), মোঃ আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁন (৩২), মোঃ জাবেদ মিয়া (৪০) দের ০১ টি প্রাইভেটকার, ০৩ টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ০৫ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ১৮ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি এইট পোর্ট মডেম, ০২ টি ব্যাংকের চেক বই, নগদ ২,২২,৫০০/= (দুই লক্ষ বাইশ হাজার পাচঁশত টাকা) সহ গ্রেফতার করেন।

অত্র মামলার ১ নং আসামী মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০) কে জিজ্ঞাসাবাদে জানা যায় সোশ্যাল অ্যাপস “টেলিগ্রাম’’ এর বাইনানি গ্রুপে যুক্ত করে অজ্ঞাত ব্যাক্তি তাকে বাইনানি ডট কমনামক ওয়েবসাইটে কাজ করার জন্য অফার করে। সে তাদের সাথে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ”অনলাইন জুয়া” খেলার জন্য আকৃষ্ট করে। জুয়া খেলার জন্য তারা বিভিন্ন বিকাশ/রকেট/নগদ নাম্বার ব্যবহার করে।

উক্ত বাইনানি ডট কম ওয়েবসাইটে লেনদেন করার জন্য ১নং আসামী বিকাশ/রকেট/নগদ এজেন্ট নাম্বার প্রয়োজন হলে সে বিভিন্ন এজেন্ট/ডিস্ট্রিবিউশন হাউজের এস.আর/সুপারভাইজার দের নিকট হতে টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বিভিন্ন সময়ে অন্যের নামে রেজিষ্ট্রেশন করা বিকাশ/নগদ/রকেট সীম সংগ্রহ করে। উক্ত বিকাশ/নগদ/রকেট নাম্বারগুলো ব্যবহার করে সে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা সংগ্রহ পূর্বক ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিটকয়েন এ রূপান্তর করে ইউক্রেনে আর্ট স্ট্রং নামক ব্যক্তির নিকট প্রেরণ করে আসছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সূত্র-সিএমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...