নিবন্ধন অধিদপ্তরের দায় ভূমি মন্ত্রণালয় গ্রহণ করবে না – ভূমিমন্ত্রী

Date:

Share post:

ভূমিী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, নিবন্ধন অধিদপ্তরের কোন কাজের তথা ভূমি রেজিস্ট্রেশনের দুর্নীতির দায় ভূমি মন্ত্রণালয় নেবে না। তারা (সাব-রেজিস্ট্রারগণ) আইন মন্ত্রণালয় এর অধীনে কাজ করেন। আমি ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি যেন নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে প্রদান করা হয়। ্বার্থে তাদেরকে (নিবন্ধন অধিদপ্তর) হয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে আসতে হবে না হলে ভূমি মন্ত্রণালয়ের সাথে প্রতিটি ক্ষেত্রে সহমতে থেকে কাজ করতে হবে। আজ বুধবার সকালে দের সঙ্গে এক ব্রিফিং াকালে টিআইবি এর সাম্প্রতিক একটি প্রতিবেদন িত এক ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভূমিমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বেসরকারি খাত একীকরণ কর্মকর্তা মিজ রেবেকা রবিনসন এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন। সেসময় ভূমিমন্ত্রীর সাথে ছিলেন ভূমি সচিব মোঃ মাক্ছুদুর পাটওয়ারী । ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর িজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত এ সময় ভূমিমন্ত্রীকে ভূমি উন্নয়ন বিষয়ক যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
“এখন আমাদের তদারকির কারণে দুর্নীতি করা এত সহজ হচ্ছে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ভূমি সেক্টরে মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি এখন একেবারে কমে এসেছে। আমরা এখন মাঠ পর্যায়ে দুর্নীতি কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।” সাইফুজ্জামান চৌধুরী বলেন। মন্ত্রী রাষ্ট্রদূতকে আরও বলেন “ভূমি মন্ত্রণালয় একটি সেবামুখী মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় হয়ে গেলে দুর্নীতির পরিমাণ কম হবে ও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে।”
“বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গ্রাউন্ড জিরো” উল্লেখ করে রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করে আর্ল রবার্ট মিলার বলেন “বোস্টন ও হার্ভার্ড সহ নাম করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কনফারেন্সে উদীয়মান বাংলাদেশের ব্যাপারে আলোচনা করা হচ্ছে।”
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের ‘সুপারস্টার’ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন তাঁরা (তাঁদের জীবন) আমেরিকান সফলতার ্পের চিরায়ত উদাহরণ। বিদেশে কাজ করা বাংলাদেশী মিকদের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন তাঁরা খুবই পরিশ্রমী ও বিশ্বস্ত।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির সাথে একাত্মতা প্রকাশ করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশের ৫০ বছরের স্বাধীনতা উদযাপনে সহায়তা প্রদানের আশা ব্যক্ত করছি।’ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা যদি কোন ক্ষেত্রে সহায়তা করতে পারি, আমাদের জানাবেন”
ভূমিমন্ত্রী রাষ্ট্রদূতের সহযোগিতার প্রস্তাবে তাঁকে ধন্যবাদ প্রদান করেন। রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর ভূমিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিং করেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাঁর কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ভূমিমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

ঢাকাসহ ১৩ জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় সোমবার (১৯ মে) বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়...

ভেঙে যাচ্ছে ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথমদিকে ট্রাম্প ইসরায়েলকে...

বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিস্ফোরক...