অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী !

Date:

Share post:

রেকর্ড গড়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ঢাকা আবাহনী। শিরোপা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচে। কিন্তু আজ শুক্রবার নিজেদের শেষ খেলায় রহমতগঞ্জকে ৩-১ গোলে িয়ে আবাহনী লিগ শেষ করল অপরাজিত থেকে। বিপিএলের নয়টি আসরে এটিই কোনও দলের প্রথম অপরাজিত শিরোপা।
খেলার ২২ মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে দেন কঙ্গোলিজ রোয়ার্ড সিয়ো নাপিয়ো। পাল্টা আক্রমণ থেকে ডান প্রান্ত দিয়ে আবাহনী ডিফেন্স ভেদ করে এগিয়ে যান মিডফিল্ডার আলাউদ্দিন, ভাসিয়ে দেন বাম পায়ের একটি মাপা ক্রস। বক্সের মাঝ থেকে কোনাকুনি হেডে আবাহনীর জালে বল জড়িয়ে দেন জুনাপিয়ো। মার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ঢাকা আবাহনী।
আবাহনীকে ম্যাচে ফেরান নাবিব ওয়াজ জীবন। বক্সের মাঝ থেকে তার প্লেসিং পরাস্ত করে রহমতগঞ্জ গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমকে। ৫৯ মিনিটে ইংরেজ ফরোয়ার্ড জোনাথান ডেভিডের ক্রসে আলতো হেডে দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ইনজুরি টাই তৃতীয় গোলটি করেন জোনাথান ডেভিড।
২০০৭ সালে আবাহনী প্রথম বিপিএল চ্যাম্পিয়ন হয়। ২০ ম্যাচে একটি পরাজয় ছিল তাদের। ২০০৮-০৯ মৌসুমে দ্বিতীয় শিরোপার পথে ২০ ম্যাচে ছিল দুটি পরাজয়। ২০০৯-১০ মৌসুমে হ্যাটট্রিক শিরোপা অর্ের সময় ২৪ ম্যাচে একটি হারের স্বাদ নেয় আকাশি নীল শিবির।
২০১০-১১ মৌসুমে বিপিএল শিরোপা জিতেছিল শেখ জামাল। ২২ ম্যাচের লিগে তারা হেরেছিল একটি ম্যাচ। ২০১২ সালে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল ঢাকা আবাহনী। ২০ ম্যাচের লিগে শিরোপা জয়ের পথে আবাহনী হেরে যায় এক ম্যাচ। ২০১২-১৩ মৌসুমে শিরোপা জিতেছিল ১৬ ম্যাচের, লিগে হেরেছিল একটি ম্যাচ। ২০১৩-১৪ মৌসুমে শেখ জামাল জিতে নেয় তাদের দ্বিতীয় শিরোপা। ত ২৭ ম্যাচের লিগে তারা অপরাজিত থাকেনি, হেরেছিল একটি ম্যাচ। ২০১৪-১৫ মৌসুমেও শিরোপা ছিল শেখ জামালের ঘরে। তবে ২০ ম্যাচের লিগে তারা নিয়েছিল একটি পরাজয়ের স্বাদ।
অবশেষে ঢাকা আবাহনী গড়ল ইতিহাস। বিপিএলের নবম আসরে এসে তারাই হলো প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

একটা চেয়ারের জন্য এতকিছু

সাবেক সংসদ সদস্য,রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন,এই ভদ্রলোক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম)...

আলাস্কার উপকূলে ৩ হাজার গাড়িবাহী জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের আলাস্কার উপকূলে প্রায় ৩ হাজার গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০০টি ইলেকট্রিক গাড়িসহ...

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ...

কামাল মজুমদার এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের এক মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি...