পুত্র সন্তানের মা হয়েছেন দেশের মডেল-অভিনেত্রী ঈশিকা খান। লন্ডনের স্থানীয় সময় সোমবার ভোরে তিনি সন্তান জন্ম দেন। সন্তান এবং মা উভয়ই সুস্থ্য আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে খবরটি সবাইকে জানিয়েছেন।
ঈশিকা খান বলেন, প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবাই আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ভীষণ খুশি হয়েছে বলেও জানিয়েছেন ঈশিকা।