যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ফিলিপাইন ছাড়ার কড়া নির্দেশ দিলেন দুয়ার্তে

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের সঙ্গের সামরিক চুক্তি প্রত্যাহারের পক্ষে আরেকদফা সরব হলেন ফিলিপাের সিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। কম্বোডিয়া ও সিঙ্গাপুর সফর ষ করে ে ফিরে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে বলেন। দুয়ার্তে সাফ জানিয়ে দেয়, আর মার্কিন অর্থসহায়তার দরকার নাই তার দেশের। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এইসব কথা বলা হয়েে।

A

সংবাদ সম্মেলনে দুয়ার্তে বলেন, ‘বাই বাই েরিকা’। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন ‘তোমাদের অর্থের প্রয়োজন নেই আমাদের’। দুয়ার্তে বলেন, ‘তোমাদের প্রয়োজন নেই আমাদের। ফিলিপাইন ত্যাগের প্রস্তুতি নাও। ভিএফএ (ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট) চূড়ান্তভাবে বাতিলের প্রস্তুতি নাও।’

সেপ্টেম্বরে ফিলিপাইনের রাষ্ট্রীয় ্যাকাণ্ড এবং প্রেসিডেন্টের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরব হন। তিনি ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করে অবিলম্বে অবিচারিক সব হত্যাকাণ্ড বন্ধের আহাবন জানান। প্রতিক্রিয়ায় ওবামাকে মা তুলে গালি দেন দুয়ার্তে। তিক্ততা সৃষ্টি হয় বহুদিনের ফিলিপাইন-মার্কিন সম্পর্কে। তখন থেকেই ফিলিপাইন-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়াও বন্ধের তোড়জোর শুরু হয়।

অক্টোবরের শেষ সপ্তাহে দুয়ার্তে জানান, ফিলিপাইনের ভূখণ্ডে তিনি কোনও বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেখতে চান না। আর তিনি ক্ষমতায় ে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) বাতিল করা হবে। তবে এ বিষয়ে িত কিছু তিনি উল্লেখ করেননি।এর দুই/একদিনের মাথায় তিনি স্পষ্ট করে বলেন, ২ বছরের মধ্যে তিনি মার্কিন সেনাদের তাড়াতে চান।

বস্তুত সামরিক মহড়া ও মানবিক ত্রাণ অভিযানগুলোতে সহায়তা দিতে ফিলিপাইনে পর্যায়ক্রমে মোতায়েন করা হয় মার্কিন সেনাদের। তাদের আইনি বৈধতা দিতে ১৯৯৮ সালে ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের মধ্যে ‍ভিএফএ চুক্তিটি স্বাক্ষর হয়েছিল।শনিবারের সংবাদ সম্মেলনে দুতার্তে বলেন, “বাই, বাই আমেরিকা। ওই প্রটোকল নিয়ে কাজ শুরু কর যা তোমাদের চূড়ান্তভাবে ফিলিপিন্স থেকে তাড়াবে।”

এবার দুয়ার্তে বললেন, প্রতিরক্ষা িতা জোরদার করার আরেকটি সামরিক চুক্তি পর্যালোচনার পর ‘শিগগিরই যে কোনো দিন’ তিনি তার সিদ্ধান্ত জানাবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের অর্থের প্রয়োজন নেই আমাদের। চীন বলেছে, যা লাগে তারাই দিবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি পাল্টে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...