জেমস – বাচ্চু দ্বন্দ প্রকাশ্যে !

Date:

Share post:

এমনটা হয়েই থাকে। একজন শিল্পী অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেরি করলে আগের জন মঞ্চে খানিক সময় নিয়েই গান করেন। পরের শিল্পী পৌঁছে গেলে মাইক্রোফোন-মঞ্চ ছেড়ে দেন আগের জন।

আবার উল্টোটাও হয়। যেমন একজন শিল্পী গ্রিন রুমে অপেক্ষা করছেন অনেকক্ষণ অথচ মঞ্চে যিনি আছেন তিনি তার নির্দিষ্ট সময়ের পরও গেয়েই চলেছেন!

প্রথমটির উদ্দেশ্য সহশিল্পী-আয়োজককে সহযোগিতা করা। আর পরেরটি যেন সহশিল্পীর সময়টা খেয়ে নিজের কৃতিত্ব জাহির করা! অবিশ্বাস্য হলেও দেশের প্রেক্ষাপটে পরের ঘটনাটাই প্রায়শই স্টেজ শো’র ক্ষেত্রে ঘটে থাকে। আর সেটি নাকি তারকা শিল্পীদের ি শত্রুতার জের ধরেই।

শুক্রবার মহান বিজয় দিবসে দেশের দুই শীর্ষ রকার আইয়ুব বাচ্চু এবং জেমসের মধ্যে উপরোক্ত দুটি ঘটনার একটি ঘটে গেল! খবরটি বেশ ্বস্তিকর হলেও এটাই সত্যি।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের কন্ট ‘লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় এই কনসার্টের প্রধান দুই চমক ছিলেন নগর বাউল জেমস এবং এলআরবি তথা আইয়ুব বাচ্চুর সরাসরি পরিবেশনা। এরমধ্যে কনসার্টের শেষ চমক হিসেবে বিকাল সোয়া পাঁচটায় মঞ্চে উঠার কথা আইয়ুব বাচ্চুর। তার আগের পারফর্মার হিসেবে ঠিক চাড়ে চারটায় মঞ্চে ওঠেন জেমস।

কিন্তু কনসার্টের দর্শকরা শেষ পর্যন্ত আইয়ুব বাচ্চুর গান ও গিটার উপগ করতে পারলেন না। বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত একাই পারফর্ম করেন জেমস ও তার দল! শেষ পর্যন্ত মঞ্চ থেকে নামেননি জেমস, উঠেননি আইয়ুব বাচ্চু! কনসার্টের শেষটা হয় এভাবেই।

তবে কি আইয়ুব বাচ্চু ও তার দল গ্রিন রুমেই বসে ছিলেন? নাকি রেগে বেরিয়ে গেছেন? তবে কি আইয়ুব বাচ্চুর নির্দিষ্ট সময় ইচ্ছে করেই নষ্ট করলেন জেমস? দর্শক মনে এমন প্রশ্ন উঠেছে তখনই। সেটি চলছে এখনও। কিন্তু সঠিক উত্তর মিলছে না। কেউ ছেন, আইয়ুব বাচ্চু এসেছেন; কেউ বলছেন, এসে ফিরে গেছেন; কেউ বলছেন তিনি অনুষ্ঠান শেষ হওয়ার পর এসেছেন, ইত্যাদি।

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো’র সঙ্গে যোগাযোগ করলে তারাও এড়িয়ে যান। তবে আসল খবর পাওয়া গেছে জেমসের পক্ষ থেকে। তার ব্যক্তিগত মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সময় নিউজকে  বলেন, ‘ি খুবই দুঃখজনক এবং বিব্রতকর। আমাদের শিল্পীদের আরও সময় সচেতন হওয়া উচিত।’

কিন্তু বিষয়টি কী? জবাবে রবিন জানান নতুন খবর। কনসার্ট শেষ হওয়ার ্ব নির্ধারিত সময় ঠিক ৬টা হলেও শেষ পারফর্মার হিসেবে আইয়ুব বাচ্চু ও তার দল অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান ঐদিন রাত পৌনে ৭টার দিকে! ততক্ষণে অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করে জেমস ও তার দল সেহরাওয়ার্দী উদ্যান ছেড়ে বাংলা একাডেমি চলে এসেছেন।

রবিন বলেন, ‘আমরা অনুষ্ঠান শেষ করে বাদ্যযন্ত্র গুছিয়ে আনুমানিক পৌনে সাতটার দিকে যখন টিএসসি হয়ে বাংলা একাডেমি অতিক্রম করছি তখন দেখলাম বাচ্চু ভাইরা কনসার্টের দিকে ভিড় ঠেলে এগুচ্ছেন! তখনই আমি উনাদের ডেকে বললাম, ‘আপনারা ব্যাক করেন। কনসার্ট ক্লোজ। টাইম ওভার। তবুও তারা সেদিকেই এগুলেন। এরপর কী হয়েছে আমরা জানি না।’

তার আগের বর্ণনা দিতে গিয়ে রবিন জানান, জেমসের মঞ্চে উঠার সময় বিকাল সাড়ে চারটা থােও শহরের জ্যাম এবং গ্রিনরুমের প্রস্তুতির কথা মাথায় রেখে এদিন তারা বেলা তিনটার মধ্যে কনসার্টস্থলে হাজির হন। যথা সময়ে মঞ্চেও উঠেন জেমস। ঠিক সোয়া ৫টায় মঞ্চ থেকে নেমে যাওয়ার কথা থাকলেও আইয়ুব বাচ্চুর পৌঁছাতে দেরি হচ্ছে বলে আয়োজকরা জেমসকে আরেকটু সময় স্টেজে থাকার অনুরোধ করেন। সেই অনুরোধ রাখতে গিয়ে ৪৫ মিনিটের শো টানা দেড় ঘণ্টা টেনে নেন জেমস! এবং মঞ্চ থেকে নেমে সন্ধ্যা ছয়টার পরেও অনুষ্ঠানস্থলে আইয়ুব বাচ্চুকে না দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে জেমস মুখপাত্র রবিন সময় নিউজকে বলেন, ‘আমি জানি না বাচ্চু ভাইয়ের সঙ্গে যারা থাকেন- তারা আসলে কী করেন? দেখুন, কনসার্টের দিন আমরা দেড় ঘণ্টা আগেই পৌঁছেছি। তার আগের দিন রাত তিনটার দিকে আমরা কনসার্টের স্টেজ-সাউন্ড-লোকেশন সব চেক করে গিয়েছি। এটা বরাবরই করার চেষ্টা করি আমরা।’

এদিকে এই বিষয়ে আইয়ুব বাচ্চুর কোনও ব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, গৌরবময় বিজয় দিবস ১৬ ডিসেম্বর গানে-সুরে উদযাপন করতে সোহরাওয়ার্দী উদ্যানের এই কনসার্টটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এতে জেমসের পাশাপাশি পারফর্ম করে ব্যান্ড চিরকুট, ভাইকিংস এবং শূন্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়া হয়

জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু...