আটকে আছে জাবি ছাত্রলীগ কমিটি

Date:

Share post:

দীর্ঘ চার বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জাহাঙ্রনগর িদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও কমিটি ঘোষণা নিয়ে নানান টালবাহানা চলছে। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গভীর গ ও উৎা কাজ করছে পদপ্রত্যাশী -কর্মীদের মাঝে।

গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিন দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। কিন্তু প্রায় অর্ধমাস পেরিয়ে গেলেও এখনো হয়নি ছাত্রলীগের কমিটি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের ধারণা, কমিটি ঘোষণার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই আশঙ্কায় কমিটি ঘোষণা করতে বিলম্ব করা হচ্ছে। আবার অনেকেই বলছেন কমিটিতে যারাই আসবে তাদেরকে স্বাগত জানানো হবে। এই অবস্থায় কমিটি ঘোষণা না দেয়াতে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছাত্রলীগের বর্তমান নেতারা বলছেন, প্রার্থীদের ্যাদি যাচাই-বাছাই করার জন্য কমিটি দিতে দেরি হচ্ছে। ১৬ই ডিসেম্বরের পরপরই এ কমিটির ঘোষণা সম্ভব হবে বলে তারা জনান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি’র কাছে নতুন কমিটি ঘোষণা করতে দেরি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যাম্পাস থেকে যারা পদপ্রার্থী রয়েছে তাদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত নেয়া হচ্ছে এবং তথ্য-উপাত্ত নেওয়া প্রায় শেষ। আগামী ১৬ ডিসেম্ব বিজয় দিবস উদযাপনের পরপরই কমিটির ঘোষণা দেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ীব আহমেদ রাসেল একই তথ্য জানান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে। কিছুদিনের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে।’

কমিটি ঘোষণার বিষয়ে জানার জন্য বুধবার দুপুরের পর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ-সম্পাদক এস জাকির হোসাইনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এদিকে নতুন কমিটি ঘোষণা নিয়ে পদপ্রত্যাশীরা গভীর উৎকণ্ঠায় আছেন। ছাত্রলীগের নতুন নেতৃত্বে কে আসছেন তা নিয়ে দলীয় নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকলে অধীর আগ্রহে মুখিয়ে আছেন। আবার নতুন কমিটি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলেও কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পাকিস্তান-ভারত সংঘাতের মধ্যে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও।...

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জোবাইদা রহমান

১৭ বছর পর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকালে...

বিদ্রোহীদের বাদ দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৩ জনকে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেওয়া...