এখন সবাই নেতা : কাদের

Date:

Share post:

 

রাজনীতিতে শুদ্ধাচার কৌশল অ্বন করা প্রয়োজন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি যদি শুদ্ধ না হই আরেকজনকে শুদ্ধ হতে কিভাবে বলবো। নিজে আগে শুদ্ধ হয়ে অন্যকে শুদ্ধ হতে বলবো।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এখন কর্মী নেই, সব নেতা হয়ে গেছে। মনে হয় এ দেশ যেন নেতা উৎপাদনের কারখানা। কর্মী উৎপাদন সঙ্কুচিত হয়ে গেছে। নেতা বেশি হওয়ায় ্ভোগও বেশি।’

শনিবার  গার্হস্থ্য কলেজ শাখা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

ওবায়দুল কাদের বলেন, ‘নেতা বেশি হওয়ায় তাদের বক্তৃতাও বেশি। কিন্তু তাদের সেই বক্তব্য অনেকে শুনতে চায় না, তবু জোর করে বলে যায়। বক্তৃতা শুরু করলে আর থামতে চায় না।’ নেতাকর্মীদের নিজের ভুলত্রুির বিষয়ে লক্ষ রেখে শুদ্ধাচার পদ্ধতি অবলম্বনের আহ্বান জানান মন্ত্রী।

২০১১ সালের ১৬ জুন গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ পাঁচ বছর পর আজ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজ। সম্মেলনের প্রথম অধিবেশনে োচনা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি। বিকালে দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হয় কমিটি।

জেসমিন আরা রুমাকে সভাপতি ও পাপিয়া ইসলাম রুপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি হলেন, ঝুন্ন সাকী, মরিয়ম আক্তার হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক হিফফাত আরা খানম হীরা, শারমিন সুলতানা মনি, সাংগঠনিক সম্পাদক ইফফাত সাদিয়া আহমেদ নিসু এবং নাজনীন আক্তার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজনীতিতে আসার পরামর্শ দিয়ে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘আপনারা পলিটিশিয়ান কেন হতে চান না? পলিটিক্সে ভালোরা না এলে খারাপ, মেধাহীনরা এমপি-মন্ত্রী হয়ে ক্ষমতায় যাবে। হাইব্রিডের ভিড়ে মঞ্চ দখল হয়ে যাবে।’

নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তায় বের হলে ব্যানার ফেস্টুন দেখতে পাই। রাস্তায় এক বিলবোর্ড আর সামনে এলে আরেক বিলবোর্ড দেখতে পাই আমরা।’ তিনি বলেন, ‘ব্যানার ফেস্টুন মুছে যাবে কিন্তু হৃদয়ে লেখা নাম কখনো মুছবে না। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয়পটে নাম লেখাতে পেরেছিলেন।’ মন্ত্রী এসময় বক্তৃতায় সমসাময়িক বিষয় ও বাস্তব জ্ঞানভিত্তিক কথা বলার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর দুই কন্যা তার ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করিয়েছেন আর অন্যান্য নেতার ছেলেমেয়েদের মতো বাণিজ্য করেননি। বঙ্গবন্ধু কন্যার পরিবার হাওয়া ভবনের মতো ‘খাওয়া’ ভবন তৈরি করেননি। নেত্রীর হাত ধরে ৩০ বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে। ৩৪ বিলিয়ন ডলার এক্সপার্ট করছি আমরা। তিন লাখ কোটি টাকা থেকে চার লাখ কোটি টাকা বাজেট হবে আশা করি।’

শেখ হাসিনার মতো নেত্রী হওয়ার আহ্বান জা তিনি বলেন, ‘গত ৪১ বছরে বাংলাদেশের সবচেয়ে সাহসী রাজনীতিক, াসক এবং সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। আজ বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন বক্তব্যে তিনি কী বলেন। সেই বঙ্গবন্ধু কন্যা একসময় ইডেন কলেজের জিএস ছিলেন। আপনাদের মধ্য থেকেই আবার শেখ হাসিনা বেরিয়ে আসবে বলে আশা করি। স্বপ্ন দেখুন আমি শেখ হাসিনা হবো, আমি শেখ হাসিনার মতো নেত্রী হবো।’

চ্যালেঞ্জের মধ্যে দিয়ে মানুষ তাদের জীবনধারণ করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জীবন কোনো শান্ত নদীর মতো নয়, এ জীবন হচ্ছে চ্যালেঞ্জ। যে আকাশে মেঘ নেই, সেটিতো আকাশ না। যে নদীতে ঢেউ নেই সেটা নদী হতে পারে না, গর্জন ছাড়া সাগর হতে পারে না। তাই জীবনে প্রতিকূল স্রোত অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হবে।’

ফারজানা আক্তার সুপর্ণার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিশাত পারভীন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...