সেই আলোচিত শিল্পপতি রাগীব আলী।

Date:

Share post:

সিলেটের তারাপুর চা বাানের কয়েক হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ লায় বৃহস্পতিবার গ্রেফতার হয়ে কারাবন্দি আছেন পতি রাগীব আলী। দুর্নীতি, জালিয়াতি, প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, আশির দশকে তারাপুর চা বাগান দিয়ে জালিয়াতি শুরু করে সম্পদের পাহাড় গড়ে তোলেন রাগীব আলী।  দেবোত্তর সম্পতি ভোগদখলের জন্য সেবায়েতকে হত্যার হুমকি দিয়ে দেশ ছাড়া করেন। আর দখল করা জমি দান করে ‘মহান’ সাজার চেষ্টাও করেন তিনি।

সিলেটের বিশ্বনাথের কামালবাজারের তালেবপুর গ্রামের বাসিন্দা রাগীব আলী। ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি, আর চা বাগানের কয়েক হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় রাগীব আলী, তার ছেলে আব্দুল হাই ও তাদের ঘনিষ্ঠ সহযোগী মৌলভীবাজারের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ এখন কারাবন্দি। তাদের গ্রেফতারের খবরে এলার মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

অভিযোগ রয়েছে, কারণে-অকারণে রাগীব আলী তার গ্রামের বাসিন্দাদের জীবন বিষিয়ে তুলেছিলেন। যে গ্রামে রাগীব আলীর জন্ম তার নাম তালেবপুর। তিনি চেয়েছিলেন নিজের নামে (রাগীব নগর) গ্রামের নামকরণ করতে। এজন্য তিনি আইনি লড়াইও করেছেন। গত বছরের আগস্টে সিলেট সহকারী জজ আদালতের রায়ে এই নাম পরিবর্তনকে অবৈধ ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে জজ আদালত রাগীব নগরের পক্ষে রায় দেন। বর্তমানে এই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাসুদ পারভেজ  জানান, ‘অন্যান্য আসামিদের মতো রাগীব আলীও কারাগারের একটি ওয়ার্ডে রয়েছেন। তাকে কারাগারে কোনও ডিভিশন দেওয়া হয়নি।’

এলাকাবাসী জানান, রাগীব আলীর বিভিন্ন ধরনের জালিয়াতি আর দেবোত্তর সম্পত্তি আত্মসাতের বিষয়ে কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানিও করা হতো। এমনকি তার সাম্রাজ্য দেখাশুনা করার জন্য ছিল বিশাল বাহিনী। ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি ও দেবোত্তর সম্পত্তি আত্মসাতের ঘটনায় মামলা হওয়ার পর বেরিয়ে আসে রাগীব আলী, তার ছেলে, মেয়ে ও জামাতা’র নানা অজানা কাহিনী। সেজন্য আইনের মুখোমুখি হতে হয় পুরো পরিবারকে। উচ্চ আদালতেও প্রমাণ হয় রাগীব আলীর জালিয়াতি আর প্রতারণার বিষয়টি। না দেওয়া হয় সিলেটের তারাপুর চা বাগানের ৭১৫টি স্থাপনা বাগানের সেবায়েতের কাছে হস্তান্তরসহ ১৭টি নির্দেশনা বাস্তবায়নের।

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে দায়েরকৃত দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয় চলতি বছরের ১০ জুলাই। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সাার জাহান অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করলে ১০ আগস্ট শুনানি শেষে আদালত রাগীব আলী, তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।.

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন-তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির। গ্রেফতারি পরোয়ানা জারির পর ওইদিন বিকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী ও তার ছেলে-মেয়ে। এরপর আদালত বাগানের সেবায়েত পংকজ গুপ্তকে জালিয়াতি মামলা থেকে চলতি বছরের ১৭ আগস্ট জামিন দেন। এছাড়াও তারাপুর চা বাগানের প্রতারণা মামলায় প্রায় আড়াই মাস পর আদালতে গত ১০ অক্টোবর আত্মসমর্পণ করেন রাগীব আলীর ঘনিষ্ঠ সহচর মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ। পরে তাকে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটে রাগীব আলী নায় আসেন ১৯৮২-৮৩ সালের দিকে। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুসলিম ছাত্রাবাস অবৈধভাবে কিনে তোপের মুখে পড়েন রাগীব আলী। সিলেট নগরীর প্র বাণিজ্যিক কেন্দ্র বন্দরবাজারে এক হিন্দু জমিদারের দান করা জমিতে এই ছাত্রাবাস নির্মাণ করেছিল সরকারি পাইলট স্কুল। পরবর্তীতে রাগীব আলী ‘জালিয়াতির মাধ্যমে’ এই ছাত্রাবাস কিনে নিয়েছেন, এমন সংবাদ ছড়িয়ে পড়লে শুরু হয় আন্দোলন। তবে শেষ রক্ষা হয়নি। ১৯৮৬ সালের দিকে রাগীব আলী এই ছাত্রাবাসের ভূমিতে গড়ে তোলেন ‘মধুবন’ নামে তার নিজস্ব মালিকানার বিপণী বিতান। এই মার্কেটটি এখনও রয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে তারাপুর চা-বাগানের জায়গায় বিধি বহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া যায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। উপকমিটির সুপারিশের পর ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।

গত ১৯ জানুয়ারি সুপ্ কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এতে ওই দুটি মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনার বিষয়ে সরকারি কৌঁসলি একটি আবেদনের মাধ্যমে মুখ্য মহানগর হাকিম আদালতকে জানান ১৬ মার্চ। আদালত আবেদন গ্রহণ করে ২২ মার্চ এক আদেশে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে তদন্ত করে ৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই দিন আদালত এক আদেশে মামলা দুটির তদন্তভার পিবিআইকে দিয়ে ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পিবিআই ২৫ এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে সময় প্রার্থনা করে। আদালত এক মাস সময় বাড়িয়ে ২৫মে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। ওই দিন পিবিআই আবারও সময় প্রার্থনা করলে ১৬ জুন সময় দেন। ওই দিনও সময় প্রার্থনা করলে আদালত ২৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেদিনও পিবিআই সিলেটের পক্ষ থেকে চতুর্থ দফা সময় বাড়ানোর আবেদন করলে আদালত ব্যাখ্যাসহ ১০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস আগেই ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ব্যয় বিতর্কে কালুরঘাট সেতু

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া প্রকল্প কালুরঘাট ‘রেল কাম রোড’ সেতুর ভিত্তিপ্রস্তর...

কবরস্থান কমিটি নিয়ে দ্বন্দ্ব, সভাপতি পদের প্রার্থী দুজনেই বিএনপির সমর্থক

ডেস্ক নিউজ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার...

কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড়...

অনলাইনে জাল টাকার অর্ডার, ডেলিভারি দিতে গিয়ে গ্রেফতার ৬

রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয়...