ভালোবাসা দিবসকে সামনে রেখে সংগীতশিল্পী লিজার আসমানি গানের মিউজিক ভিডিও প্রকাশ।

    0
    352

    ভালো িবস উপলক্ষে মিউিক ভিডি নিয়ে হাজির হয়েছেন সংতশিল্পী লিজা।
    লিজার‘আসমানি’গানের ভিডিও করেছেন বেঙ্গল ্টিমিডিয়া।শফিক তুহিনের কথা ও সুরে এ গানে লিজার সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। নির্মাণে সোহেল রানা বিদ্ুৎ। লিজা বলেন, ‘গত মাসে সিলেটের শ্রীমঙ্গলে গানটির শুটিং হয়। দারুণ একটা প্রেমের গান। এ জন্যই ভালোবাসা দিবস সাে রেখে াশ করেছি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here