বলিউড ছবি ‘পদ্মাবত’-এর বিরুদ্ধে ভারতের নানা রাজ্যে ভাঙচুর, জ্বালাও পোড়াও

Date:

Share post:

ভারতে ৭০০ বছর আগেকার চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে তৈরি তর্কিত বলিউড ছবি ‘পদ্মাবতে’র মুক্তির আগের দিন রাজপুত কার্নি সেনা-সহ বিভিন্ন সংগঠন ্টের নির্দেশ অমান্য করে দেশের নানা প্রান্তে তুমুল োভ দেখাচ্ছে।

বহু জায়গায় অবরোধ করা হয়েছে ও অনেক গাড়িঘোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে গুজরাটের নানা মাল্টিপ্লেক্সেও।

সব দাঙ্গাহাঙ্গামা শুরু হয়ে গেছে মঙ্গলবার রাত থেকেই।

এই পটভূমিতে গুজরাট, হরিয়ানা ও রাজস্থানে েমা হল মালিকরা নিজে থেকেই সিদ্্ত নিয়েছেন তারা তাদের মালিকানাধীন হলগুলোতে পদ্মাবত দেখানোর ঝুঁকি নেবেন না।

এর আগে এই তিন রাজ্যই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

এদিকে রাজস্থানের যে চিতোর গড় ছিল রানি পদ্মিনীর প্রাসাদ, সেই দুর্গটি কার্নি সেনার হামলার ভয়ে বুধবার বন্ধ রাখা হয়েছে।

ওই দুর্গের শত শত বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোনও কারণে চিতোর গড় বন্ধ রাখা হল।পদ্মাবতের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন হাসপাতালে বাচ্চা বদল: সিনেমার চেয়েও নাটকীয়

এদিকে বিক্ষোভকারীরা বুধবার দুপুর থেকেই দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করা শুরু করে।

দিল্লি-আজমির জাতীয় সড়কেও জড়ো হয়ে কার্নি সেনার সদস্যরা টায়ার জ্বালাতে শুরু করে।

এর আগে মঙ্গলবার রাতে গুজরাটের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

পদ্মাবতের বিরোধীরা অন্তত ৫০টি গাড়ি ও টু-হুইলারে আগুন ধরিয়ে দেন, অনেক দোকানের কাঁচ ভেঙে দেওয়া হয়।

এর মধ্যে মুম্বাইতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনা তিরিশেক কার্নি সেনা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গুজরাটের প্রধান শহর আহমেদাবাদেও আটক হয়েছেন অন্তত ৪৪জন।

তবে এর পরও কার্নি সেনার প্রধান লো্র কালভি জানিয়েছেন, “অনেক ২৫শে জানুয়ারি আসবে যাবে – কিন্তু কিছুতেই আমরা এই ধরনের অবমাননাকর একটি ফিল্মের প্রদর্শন হতে দেব না।”

এর আগে ভারতের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে নির্দেশ দিয়েছিল, আইন-শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে কোনও রাজ্য আলাদাভাবে এই ছবি নিষিদ্ধ করতে পারবে না এবং ২৫শে জানুয়ারি া দেশে এক েই ছবিটি মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বেতাগীতে দরিদ্র শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ

বরগুনা প্রতিনিধি বরগুনার বেতাগীতে শিক্ষার্থীদের শনিবার (২৪ মে,২০২৫) বিনা মূল্যে বিদ্যালয়ের পোশাক (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে।আমেরিকান প্রবাসী শাহনাজ...

জিএম কাদেরের বিরুদ্ধে সাবেক জাপা নেত্রীর মনোনয়ন বাণিজ্য ও ডাকাতি মামলা

মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক...

আমি নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম: আসিফ

অভিযোগ ও গুঞ্জন উঠলে সাবেক এপিএসের বিষয়ে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম বলে দাবি...

বিবৃতিতে যা জানাল উপদেষ্টা পরিষদ

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার...