রাতের ক্ষতের তুলনায় দিনের ক্ষত তাড়াতাড়ি সারে

Date:

Share post:

বিজ্ঞানীরা বলছেন, রাতের ক্ষতের তুলনায় দিনের বেলার ক্ষত তাড়াতাড়ি

রাতে তৈরি হওয়া কোন ক্ষতের তুলনায় দিনের বেলার ক্ষত তাড়াতাড়ি সেরে যায় বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে।

দেখা গেছে, রাতের বেলার পোড়া ক্ষত সারতে গড়ে ২৮ দিন সময় লেগেছে, অথচ দিনের বেলায় এমন ক্ষত সারতে সময় লেগেছে কেবল মাত্র ১৭ দিন।

ের এমআরসি াবরেটরি অব মলিকুলার বায়োলজির একটি গবেষক দল বলছেন, ১১৮ জন দগ্ধ রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা যে ভিন্নতা পেয়েছেন, তাতে তারা বিস্মিত।

এখানে বলা হচ্ছে, রাতের বেলা এবং দিনের বেলায় আহত হওয়া মানুষদের মধ্যে ের সময়কালের পার্থক্য গড়ে ১১ দিন।শেষ মো সম্রাটের কবর যেভাবে পাওয়া যায় ইয়াঙ্গনে

তিটি কোষে ২৪-ঘণ্টার একটি চক্রে দেহ ঘড়ি যেভাবে কাজ করে, সেটির সাথে মিলিয়ে এই ফলাফলটিকে ব্যাখ্যা করা হচ্ছে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বার্ন ইউনিটে ১১৮ জন রোগীর ওপর পরীক্ষা চালানোর পর গবেষণাটি সাইন্স ট্রান্সন্যাশনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে।প্রতিটি মানবকোষে ২৪-ঘণ্টার একটি চক্রে দেহ ঘড়ি যেভাবে কাজ করে, সেটির সাথে মিলিয়ে এই ফলাফলটিকে ব্যাখ্যা করা হচ্ছে

ল্যাবরেটরির বিশদ পরীক্ষায় দেখা যায়, একটি ২৪-ঘণ্টার প্যাটার্নে ব্রোব্লাস্টস নামের ত্বকের কোষের কার্যক্ষমতার পরিবর্তন হয়।

ফাইব্রোব্লাস্টস হলো দেহের মধ্যে থাকা প্রথম প্রতিক্রিয়াশীল উপাদান, যেগুলো ক্ষত সারাতে আঘাতের জায়গায় দ্রুত ছুটে যায়।

দিনের বেলায় তারা যথাযথভাবে প্রতিক্রিয়া দেখালেও, রাতের বেলা তাদের এ কার্যক্ষমতা হারিয়ে যায়।

গবেষকদের একজন, ডঃ জন ও’নীল বিবিসিকে বলেন, “এটা একটা ১০০ মিটারের দৌড় প্রতিযোগিতার মত। যে দৌড়বিদ তার ট্র্যাকে দৌড় শুরুর ব্লকে সঠিক ভঙ্গিমায় অবস্থান নেয় এবং ছোটার জন্য প্রস্তুত থাকে, সে সবসময় যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় থেকে তার দৌড় শুরু করে, তাকে পরাজিত করে।”

গবেষকরা মনে করছেন, তাদের এই গবেষণার ফল অস্ত্রোপচারের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এর ্যমে রোগীদের ক্ষেত্রে সঠিক মাত্রায় ওষুধ ও থেরাপি নির্ধারণ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস

এক সময় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ছিলেন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস। তবে...

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন দিল কমিটি

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। গত ১২ জুন আহমেদাবাদ...

কমল হাসান-রেখার গোপন সাক্ষাৎ, হোটেল রুমে ধরে ফেলেন স্ত্রী!

বলিউডের ‘এভারগ্রিন’ অভিনেত্রী রেখা এবং দক্ষিণের সুপারস্টার কমল হাসান এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে এক সময় তোলপাড়...

একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে

একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। এমন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...