রোববার(১৮ সেপ্টেম্বর) সকালে নিহত যুবকের লাশ উদ্ধার করা করা হয় কচুয়াই ইউনিয়ণের কথাগ্রাম এলাকার একটি দীঘি থেকে।
নিহত যুবকের নাম মো,আরমান হোসেন(১৮),সে কচুয়াই ইউনিয়নের কথাগ্রাম এলাকার মো.মফিজের ছেলে বলে জানা গেছে।
ফোনে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেফায়েত উল্লাহ সময় নিউজকে জানান,শনিবার গভীর রাতে কে কারা আরমানকে বৈদ্যুতিক শর্ট দিয়ে নিহত করেছে। আরমান পেশায় রাজমিস্ত্রীর হেলপারের কাজ করে বলেও জানান তিনি।
ওসি আরো জানান,এই ঘটনায় লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জিঙ্গাসাবাদের জন্য আরমানের দুই বন্ধুকে আটক করা হয়েছে । মামলার তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে বলেও জানান তিনি।
রাতে বাসা থেকে বন্ধুরা তাকে ঢেকে নিয়েছে কথা আছে বলে । রাত পার হয়ে গেলেও আরমান বাসায় ফিরেনি বলে পরিবারের অভিযোগ করে বলে জানান ওসি রেফায়েত উল্লাহ।