বার্সেলোনা হামলা: ভ্যান চালক পুলিশের গুলিতে নিহত

Date:

Share post:

পেট্রোল েশনের এক কর্মচারী তাকে প্রথম দেতে পায় একটি আঙুরের ক্ষেতে লুকিয়ে থাকতে এরপর সে পুলিশে খবর দেয়।

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন মূল হামলাকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবারের ঘটনার পরপরই স্পেনের পুলিশ খুঁজছিলেন ভ্যান চালক ২২ বছর বয়সী মরোক্বোর বংশোদ্ভুত তরুণ ইউনিস আবু ইয়াকুবকে।

লা রাম্বলায় ়ের মধ্যে গাড়ি চাপা দেয়ার ঘটনায় ১৩ জন নিহত হয়,আহত হয় একশোরো বেশি মানুষ। ওই ঘটনার পর থেকেই দেশ জুড়ে হয় ব্যাপক তল্লাশি।

শেষ পর্যন্ত বার্সেলোনার ২৫ মাইল পশ্চিমে একটি পেট্রোল স্টেশনের কাছে ইউনিস আবু ইয়াকুবের হদিস পেয়ে তাকে হত্যা করে পুলিশ।

পেট্রোল স্টেশনের এক কর্মচারী তাকে প্রথম দেখতে পায় একটি আঙুরের ক্ষেতে লুকিয়ে থাকতে। এরপর সে পুলিশে খবর দেয়।

বলা হচ্ছে যে, তার দেহে একটি ভুয়া বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল এবং সে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল।

সেই বেল্টটি খুলে ফেলার নির্দেশ অমান্য করায় পুলিশ গুলি করে বলে জানানো হয়।

এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল রোবটের ্যমে সেটি প্রথমে পরীক্ষা করে দেখে। এজন্যে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতেও সময় লেগেছে।

এর আগে ওই স্থানে পুলিশ কঠোরভাবে তল্লাশি চালিয়ে আসছিল। স্থানীয় অধিবাসীরা সে সময় ২০টি পুলিশের গাড়ি এবং হেলিকপ্টারকে সে স্থানে দ্রুত আসতে দেখে।

কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমোন পুলিশ ানকে সাথে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মিস্টার পুজদেমোন বলেছেন, “বিকেল ৫টার দিকে কাতালান পুলিশ ইউনিস আবুইয়াকুব-কে গুলি করে হত্যা করেছে। সে-ই বৃহস্পতিবার বার্সেলোনায় ১৩জন মৃত্যুর জন্যে দায়ী ভ্যানটির চালক ছিল। ওই দিনের পর থেকেই দেশের পুলিশ তাকে খুঁজতে পুরো দেশজুড়ে তৎপরতা ্যাহত রেখেছিল। এই বিকেলেই আমি বিষয়টি স্প্যানিশ প্রেসিডেন্ট মিস্টার রাহয়কে জানিয়েছি।”

এর আগে পুলিশ জানায়, গাড়ি নিয়ে হামলার পর আবু ইয়াকুব কিছু দূর পায়ে হেঁটে গিয়ে এক কে ছুাঘাতে হত্যা করার পর তার গাড়ি নিয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে তাকে একটি বাজার এলাকায় হেঁটে যেতে দেখা যায়।

দেশটির পুলিশের দাবি দুইটি শহরে সন্ত্রাসী হামলার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ১২ জনের মধ্যে ৮ জনই নিহত হয়েছে আর বাকিরা আটক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নাটকীয়তার পরে অবশেষে গ্রেপ্তার আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টার...

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

রাজনীতি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়...

চট্টগ্রাম সত্যিকারের কমার্শিয়াল সিটি হবে

বাংলাদেশের ফুল এমবিশনের মধ্যমণি চট্টগ্রাম। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি; সেটির সেন্টার পিস হচ্ছে চট্টগ্রাম।...

চারদিন আগে নিহত আইনজীবীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার বালুবাগান এলাকা থেকে ৪ দিন আগে মারা যাওয়া মঈন উল বারি (৪৭) নামে এক আইনজীবীর লাশ...