আরো দু’টি হজ্ব ফ্লাইট বাতিল ঘোষণা।

    0
    171

    ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে বাংলাদেশ য়ারলাইন্সের বৃহস্পতিবারের আ দু’টি হজ্ব ফ্ বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২৭টি। এর মধ্যে ২৩টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
    বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিটের (বিজি-১০৭৩) ও দুপুর ১টা ২৫ মিনিটের (বিজি- ৫০৭৩) ফ্লাইট দু’টি বাতলি ঘোষণা করা হয়েছে।
    চলতি বছর সরকারি ও ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী জেদ্দা যাবেন।
    গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে া ছাড়ে।
    শেষ ফ্লাইটটি যাবে ২৮ । ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেে হজ ষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here