ইসরায়েল “আগ্রাসন” বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ইসরায়েল যদি এখনই তার “অবৈধ আগ্রাসন” বন্ধ করে, তাহলে ইরানের “প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই”।
আরাঘচি বলেছেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে।
“ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।“
“এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ নেই। তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।“
“আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”