চট্টগ্রামের রাউজানে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের দুই নেতা মো. সালাউদ্দিন (৩২) ও নুরুল আজিম (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাই থানাধীন শুলকবহর নামক এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনের মধ্যে ‘নিষিদ্ধ ছাত্রসংগঠন’ ছাত্রলীগের রাউজান উপজেলার (দক্ষিণ) সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাউজানের দেওয়ানপুরের প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে আর রাউজান উপজেলার (দক্ষিণ) সহ-সভাপতি নুরুল আজিম একই এলাকার নুরুল হকের ছেলে। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিশেষ অভিযানে স্থানীয়দের সহযোগিতায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাউজান থানায় পূর্বের মামলা ছিল বলেও জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতাকে আজ শুক্রবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’