হারিকেন মিলটনের তাণ্ডবে ফ্লোরিডার মধ্য ও উত্তরাঞ্চলে মুষলধারায় বৃষ্টি ও ক্ষতিকর বাতাস প্রবাহিত হয়েছে। আটলান্টিক সাগরের দিকে অগ্রসর হওয়ার আগে এই ঝড়ে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং ৩০ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এই ঝড়ের ফলে সারাসোতা কাউন্টির সিয়েস্তা কি-র কাছে বুধবার সন্ধ্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় পরিমাপের একক অনুযায়ী এটির ক্যাটেগরি ৩ এবং এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত।
বৃহস্পতিবার সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে আটলান্টিক সাগরে এই ঝড়ের কেন্দ্রবিন্দু সৃষ্টির পূর্বে এটি সারা রাত গোটা রাজ্য চষে বেড়িয়েছে। কর্তৃপক্ষ দ্রুত বন্যা সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়।