গ্রেফতারের প্রায় তিন সপ্তাহ পর জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে বেলা ১১টার দিকে মি. মান্নানের জামিন শুনানি চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। এমন পরিস্থিতিতে একপর্যায়ে বিচারক মি. উদ্দিন এজলাস থেকে নেমে যান।
পরে দুপুর পুনরায় শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে মি. মান্নানের জামিন আবেদন মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯শে সেপ্টেম্বর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন সাবেকমন্ত্রী এম এ মান্নান। পরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।