সাতকানিয়ায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

0
129

সাতকানিয়ায় পিকআপ ও মোটর সাইলের োমুখি সংঘর্ষে ইজন নিহত হয়েছে। সকালে চট্টগ্রাম কক্সাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা ডিম্র হাউজ এলাকায় এ ্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাপাই নবাবগঞ্জের বড়গাছি ভোলাহাট এলাকার ইউনুছ আলীর পুত্র মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল কাউডেখা উজিরপুর এলাকার সতিন্দ্র বৈরাগীর পুত্র মৃন্ময় বৈরাগী। তারা উভয়ে মোটর সাইকেল আরোহী ছিলেন।
জানা যায়, আরএফএল কোম্পানির এসআর এবং রয়েল কোম্পানির এসআর মোটর সাইকেল যোগে সাতকানিয়া থেকে লোহাগাড়া যা পথে
দুর্ঘটনায় মুহাম্মদ আরিফ ঘটনাস্থলে প্রাণ হারান। অজন মৃন্ময় বৈরাগী স্হানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা কন।

সড়কে দায়িত্বরত দোহাজারী হাইওয়ে থানার এসআই আবু কাউছার, জানান ক ও পিকআপ এবং মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়ার কাজ চলছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here