আনোয়ারায় ৫০ হাজার ইয়াবাসহ এক মহিলা আটক।

    0
    266

    আনোয়ারায় উপজেলার রায়পুরে পঞ্শ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেতার করেছে আনোয়ারা । গ্রেফতার র নাম কামরুন্নাহার (২৮),তিনি উপজেলার রায়পুর ইউনিয়র পশ্চিম রায়পুরের আহম ছফার কন্যা বলে জানা গেছে।
    থানা সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুরে ইয়াবা পাচারে সংবাদ পেয়ে মঙ্গলবার দিনগত রাতে আনোয়ারা থানার এসআই সুজন কুমার নাথ, খন্দকার মাঈনুল হক ও এএসআই রেজাউল কের নেতৃত্বে অভিযান চালিয়ে পশ্চিম রায়পুরের ফতেয়ার বাপের বাড়ির আহমদ ছফার বসত ঘর থেকে কামরুন্নাহারকে আটক করে আনোয়ারা থানা পুলিশ, তার দো তথ্যমতে বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার বসতঘর থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট ্ধার করা করেছে।
    এব্যাপারে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান,গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে পঞ্চাশ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
    আনোয়ারা থানার ভারাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন,আটক কামরুন্নাহারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলতেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here