ডেস্ক নিউজ :–বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় জাহাঙ্গীর আলমকে। পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিনি।
গত সপ্তাহে জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ এ রিট দায়ের করেন।
এদিকে রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এরআগে, বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।
রিট সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন বলেন, “রিটে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন।”
গত বছরের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। এরপর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।